রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, চালকসহ নিহত ২

অনলাইন ডেস্ক | আপডেট: শনিবার, ফেব্রুয়ারী ২২, ২০২৫

এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, চালকসহ নিহত ২
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার হিরোন্নকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাসচালক মন্টু শেখ এবং সুপারভাইজার আরিফ হোসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. সাহাদাত হোসেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা  টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও সোহাগ পরিবহন খুলনার দিকে যাচ্ছিল। ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলা সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে পৌঁছালে টুঙ্গিপাড়া এক্সপ্রেস সোহাগ পরিবহনকে ওভারটেক করতে গিয়ে সোহাগ পরিবহনের পেছনে ধাক্কা দেয়। এরপর টুঙ্গিপাড়া এক্সপ্রেস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক ও সুপারভাইজার ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্তত ১৫ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
0 Comments